***কিছু দিতে কিছু পেতে***

Jumjournal
Last updated Jun 4th, 2025
featured image

***কিছু দিতে কিছু পেতে***

-মলয় ত্রিপুরা কিশোর

 

কি চাও তুমি?

যদি চাইতে,“দাও একটু ভালবাসা”।

তবে বলতাম-

“বড্ড অবেলায় চেয়েছ তুমি”।

 

পিছু নাও কেন?

যদি বলতে,“তোমায় ভাল লাগে তাই”।

তবে বলতাম-

“অপরাধ হয়েছে ক্ষমা চাইছি”।

 

যদি তুমি তখন দিতে,

হৃদয়ের যত সঞ্চিত কলগান।

তবে চেষ্টা করতাম,

সাধ্যমত তোমায় কিছু শুনাতে।

 

কিছুই হলো না 

কিছুই দিলে না; তাই- 

পারলে না কিছুই নিতে!!

 

#প্রেম #বিরহ

প্রসঙ্গ: chakma kobita, chakma poccon

জুমজার্নালে প্রকাশিত লেখাসমূহে তথ্যমূলক ভুল-ভ্রান্তি থেকে যেতে পারে অথবা যেকোন লেখার সাথে আপনার ভিন্নমত থাকতে পারে। আপনার মতামত এবং সঠিক তথ্য দিয়ে আপনিও লিখুন অথবা লেখা পাঠান। লেখা পাঠাতে কিংবা যেকোন ধরনের প্রয়োজনে যোগাযোগ করুন - jumjournal@gmail.com এই ঠিকানায়।

আরও কিছু লেখা